Inspiration

বাংলাতে সর্বপ্রথম ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা গ্রহণকারী হুজাইফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ এনামুল হক

বাংলাতে সর্বপ্রথম ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা গ্রহণকারী হুজাইফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ এনামুল হক

হুজাইফা এন্টারপ্রাইজ 2013 সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছে। বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ হুজাইফা এন্টারপ্রাইজ মূলত একটি আমদানি রপ্তানি ব্যবসার সাথে সাথে বায়িং হাউজ ও নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট। মোঃ এনামুল হক সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ গুলোকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 2013 সালে হুজাইফা এন্টারপ্রাইজ এর যাত্রা শুরু করেন। হুজাইফা এন্টারপ্রাইজ বিশ্বের বিভিন্ন দেশে সবজি, গার্মেন্টস আইটেম, নানা ধরনের অপ্রচলিত পণ্য, শোপিস আইটেম, পাটজাত পণ্য ও ঔষধ সামগ্রী রপ্তানি করে থাকে।

সেইসাথে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইলেকট্রিক বাইসাইকেল, cat5 cat-6 ক্যাবল, ইলেকট্রিক স্কুটার, সাবলিমেশন পেপার, এগ্রিকালচারাল নেট, এগ্রিকালচারাল মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইলেকট্রিক দ্রব্যাদি, আইজিবিটি, মেগনেটিক কন্টাক, লিমিট সুইচ, ইনভার্টার, বিএফডি সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে থাকে। ব্যবসার প্রয়োজনে হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হক চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক ২০১৮ সাল থেকে অনলাইনে হুজাইফা এন্টারপ্রাইজ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে বাংলা ভাষাভাষী মানুষ গুলোকে ব্যবসায়ী করার জন্য ভিডিও দেওয়া শুরু করেন । এর পূর্বে মূলত অনলাইনে বা ইউটিউবে মানুষ ব্যবসার খুব একটা ভিডিও দিত না। হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হকের কার্যক্রমকে দেখে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ লোক ব্যবসায় উদ্বুদ্ধ হয়। সেইসাথে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ব্যবসার উপর বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া শুরু করে। বর্তমানে ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, linkedin, টুইটার, ইনস্টাগ্রাম সহ অনলাইনে সকল প্লাটফর্মে হুজাইফা এন্টারপ্রাইজ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া huzaifaltd.com, huzaifabd.com, huzaifaenterprize.com সহ বেশ কিছু সাইট থেকেও ব্যবসায়িক ভিডিও দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।


মোহাম্মদ এনামুল হক হাজার 1976 সালে 5 ই মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বড়তল্লা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। । মোহাম্মদ এনামুল হক ব্যক্তিজীবনে মোঃ আব্দুর রশিদ এবং মোছাম্মদ সালেহা বেগমের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান।

হুজাইফা এন্টারপ্রাইজ কর্তৃক সহজে মানুষকে ব্যবসায়ী করার কার্যক্রম সারা পৃথিবীতে ব্যাপক সাড়া ফেলে দেয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠন প্রক্রিয়ার একজন সহযোগী হিসাবে হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হক ব্যবসায়িক জাতি গঠনের চেষ্টার ফলে বিশ্বের প্রায় প্রতিটি দেশে বাংলা ভাষাভাষী মানুষ ব্যবসায়ী হতে শুরু করে। বাংলাতে প্রথমবারের মতো ব্যবসায়িক জাতি শব্দটি ব্যবহার করে হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হক ব্যবসা-বাণিজ্যকে সহজ ভাবে উপস্থাপনের মাধ্যমে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ তৈরীতে সহায়ক ভূমিকা পালন করছে। অবাক করার মত ব্যাপার যে সমস্ত দেশে বাংলাদেশীদের ব্যবসা করার পারমিশন নাই সেখানেও বিভিন্ন কৌশলে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসা শুরু করেছে।

বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ এনামুল হক ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে আসছে যা অনেক মানুষ কল্পনাই করতে পারে নাই। ব্যবসা শিখতে ট্রেনিং লাগে এই কথাটি অনেকের কাছে ছিল অকল্পনীয় ও অবিশ্বাস্য। বাস্তবতা হলো হুজাইফা এন্টারপ্রাইজ এ দেশের সর্বস্তরের মানুষকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় উদ্বুদ্ধ করার ফলে এখন মানুষ ব্যবসায়িক প্রশিক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারছে। শুধু তাই নয় বাংলাতে প্রথমবারের মতো ব্যবসায়িক জাতি গঠন শব্দটির ব্যবহারকারী হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ এনামুল হক উদ্ভাবিত ব্যবসা-বাণিজ্যের এটুজেড ট্রেনিংয়ে অংশ নিতে ইন্ডিয়ার অসংখ্য মানুষ বাংলাদেশ আসে। প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র ট্রেনিং করার জন্য অথবা ট্রেনিং এর সাথে তাল মিলিয়ে দেশ ভ্রমণ করার অনেক নজির আছে। একটি ট্রেনিংয়ের জন্য সুদূর দক্ষিণ কোরিয়া, আমেরিকা সুইজারল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইতালি, গ্রীস, সাইপ্রাস, মালটা নেপাল, শ্রীলংকা, মিশর, ইরাক ইরান, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে এসে এই ট্রেনিং এর অংশ নিতে দেখা যায়।

ব্যবসা করার বিভিন্ন সুবিধা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রফেশনে যারা চাকরি করছে তাদের ক্যারিয়ার উন্নয়নের ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টার জনক হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হক কাজ করছে। ইতিমধ্যে পিপলস রেডিও, রেডিও ৭১, বাংলা রেডিও এতে বিজনেস অ্যান্ড ক্যারিয়ার শো নামে জীবন গঠন মূলক ব্যতিক্রমধর্মী একটি প্রোগ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে বাংলা টেলিভিশন এটিএন বাংলা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্যবসায়িক বিভিন্ন টকশোতে হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোহাম্মদ এনামুল হক সহজে ব্যবসা করার বিভিন্ন কৌশল তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
ব্যবসায়িক জাতির প্রবর্তক হুজাইফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক ব্যবসায়ীক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত জন্য ইউটিউবে এর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিজনেস ভিডিও বিজনেস ট্রেনিং ব্যাবসায়িক সুবিধার তুলে ধরে বাংলা ভাষাভাষী মানুষ কে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সচেতন করে যাচ্ছেন।

বাংলাদেশের ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টার প্রবর্তক হুজাইফা এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ এনামুল হক ২০২১ সালে হুজাইফা গ্রুপ প্রতিষ্ঠা করেন। হুজাইফা গ্রুপে আছে- হুজাইফা টয়লেট্রিজ এন্ড কসমেটিকস লিমিটেড, Huzaifa Toiletries & Cosmetics Ltd,হুজাইফা ফুড এন্ড বেভারেজ লিঃ, Huzaifa Food & Beverages Ltd, হুজাইফা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড,Huzaifa Printing & Packaging Ltd. হুজাইফা সুইটস্ এন্ড বেকারি লিমিটেড, Huzaifa Sweets & Bakery Ltd, দৈনিক স্বাধীন সময় Daily Swadhin Shomoy সহ আরো কিছু প্রতিষ্ঠান।


হুজাইফা এন্টারপ্রাইজ ও হুজাইফা গ্রুপের পণ্য সমূহ –
হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ভার্মিসলি সেমাই, হুজাইফা চিনিগুড়া চাল, হুজাইফা ডিসবার, হুজাইফা মুড়ি, হুজাইফা চিনি, হুজাইফা লবণ, হুজাইফা আটা, হুজাইফা ময়দা, হুজাইফা সুজি, হুজাইফা চাল গুড়া, h&h অ্যাপেল সিডার ভিনেগার, h&h হেয়ার টনিক অয়েল, এইচটিসি হ্যান্ডওয়াশ, এইচটিসি টয়লেট ক্লিনার, এইচটিসি ডিস্ক ক্লিনার, হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার, হুজাইফা টেন প্লাস ডিটারজেন্ট পাউডার, ফিয়া সাবান, ফিয়া হ্যান্ডওয়াশ, রুহান মাস্টার ক্লিন মাজনি, আরাফাত গোল্ড মাজুনি, হুজাইফা ইলেকট্রিক বাইক, হুজাইফা ইউনিক বাই সাইকেল, টেমস সফট ড্রিংস পাউডার, হুজাইফা সফট ড্রিংকস পাউডার, মনি সফট ড্রিংকস পাউডার প্রভৃতিসহ নানা পণ্য।

ব্যবসায়িক জাতিগঠন প্রচেষ্টার প্রবর্তক হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ এনামুল হক এর প্রতিষ্ঠিত ফিফা গ্রুপের বিখ্যাত ব্র্যান্ডগুলো হল –
হুজাইফা, Huzaifa, ফিয়া, Fia, Fya,, লেমন, Lemon, এইচটিসি, Htc, রোহান, Rohan,আরাফাত, Arafat, মনি, Moni,এইচএন্ডএইচ, h&h, সেফ লাইভ, Safe Life প্রভৃতি।

#Address

Huzaifa Enterprize 55/A, Purana Palton, HM Siddique Mansion, 2nd Floor, Dhaka-1000 . Bangla Mobile:+8801618450580 https://youtu.be/5-ne7cZpIg0

#Huzaifa_Videos : https://www.youtube.com/channel/UCB6fBXdQEJyZaVt7S23A2pA?sub_confirmation=1

বাংলাতে সর্বপ্রথম ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা গ্রহণকারী, হুজাইফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ এনামুল হক

Md. Anamul Haque, proprietor of Huzaifa Enterprize, Md. Anamul Haque was the first, to take the initiative to form, a business nation in Bengal

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *